সংবাদ শিরোনাম ::
ভারতে ভয়ানক মানসিক চাপে আছেন আ. নেতারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও মানসিক চাপ। সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশটিতে অবস্থানরত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নেওয়া লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।
এ অবস্থায় ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। জানা গেছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো আওয়ামী লীগ নেতাদের ২-৩ মাস সময় দিতে চায় নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে। তবে অনেকেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং প্রায় ৫০ জন বড় নেতা ভারত ছেড়ে গেছেন বলে জানা গেছে।










