ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-ফখরুলের শোক সৌদির ওপর দিয়ে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ গণমানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ মইনুদ্দিন Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali দুর্ঘটনায় আহতদের পাশে ঢাবি ছাত্রদল বিচার ব্যবস্থাকে দৌড়গোড়ায় নিয়ে যেতে ঐকমত্য তৈরি হয়েছে: ডা. তাহের জামিনে বের হওয়ার ৪ মাস পর ফের গ্রেফতার ‘টুন্ডা বাবু’ শেখ হাসিনা, কামাল ও মামুনের অভিযোগ গঠনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে: সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ব্যুরো:

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন– অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজ বা কালকের মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই আন্দোলনকে কেন্দ্র করে বৃআরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

সোমবার (১৯ মে) সিলেট বিভাগের বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন– প্রফেসর ইউনূস সাহেব তার অল্প বয়সী স্থানীয় সরকার উপদেষ্টাকে দিয়ে মনে করছেন, তারা আইনের শাসন মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে তো আপনারা গণতন্ত্রের বিপরীতে যাত্রা শুরু করলেন।

তিনি আরও বলেন– আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি, এজন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে, আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করব।

ড. ইউনূসকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন– আপনার যেসব উপদেষ্টা চক্রান্ত করছে, দেশকে অস্থির করার পাঁয়তারা করছে, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন, যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনি সবার সম্মানিত ব্যক্তি। আশা করি, আপনি সেই ব্যবস্থা নেবেন, যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান।

অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছেন, নির্বাচনের কথা বললেই তারা রেগে যান উল্লেখ করে বিএনপি নেতা বলেন– কোনো কোনো উপদেষ্টা আছেন, বিশেষ করে একজন নারী উপদেষ্টা, আমি নাম বলতে চাই না; তিনি বলেছেন, তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। যদি তারা এভাবে নির্বাচিত হন, তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন?

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সর্বশেষ নির্বাচন হয়। তাতে ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এরপরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত চার দিন ধরে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। আন্দোলনকারীরা জানান, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সোমবার (১৯ মে) এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদসংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

সিলেট ব্যুরো:

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন– অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজ বা কালকের মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই আন্দোলনকে কেন্দ্র করে বৃআরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

সোমবার (১৯ মে) সিলেট বিভাগের বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন– প্রফেসর ইউনূস সাহেব তার অল্প বয়সী স্থানীয় সরকার উপদেষ্টাকে দিয়ে মনে করছেন, তারা আইনের শাসন মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে তো আপনারা গণতন্ত্রের বিপরীতে যাত্রা শুরু করলেন।

তিনি আরও বলেন– আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি, এজন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে, আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করব।

ড. ইউনূসকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন– আপনার যেসব উপদেষ্টা চক্রান্ত করছে, দেশকে অস্থির করার পাঁয়তারা করছে, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন, যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনি সবার সম্মানিত ব্যক্তি। আশা করি, আপনি সেই ব্যবস্থা নেবেন, যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান।

অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছেন, নির্বাচনের কথা বললেই তারা রেগে যান উল্লেখ করে বিএনপি নেতা বলেন– কোনো কোনো উপদেষ্টা আছেন, বিশেষ করে একজন নারী উপদেষ্টা, আমি নাম বলতে চাই না; তিনি বলেছেন, তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। যদি তারা এভাবে নির্বাচিত হন, তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন?

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সর্বশেষ নির্বাচন হয়। তাতে ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।

গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এরপরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত চার দিন ধরে আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। আন্দোলনকারীরা জানান, ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সোমবার (১৯ মে) এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদসংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না।