মা ও ১২৫ বছরের দাদিকে কুপিয়ে হত্যা: সেই আল-আমিন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
গ্রেফতার আল আমিন। ছবি: সংগৃহীত
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে সৎ মা সহিদা বেগম (৪৮) ও দাদি কুলসুম বিবিকে (১২৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করার অভিযোগে পলাতক আসামি আল-আমিনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সদরঘাটে প্রিন্স অব কামাল লঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মূল আসামি আল-আমিনকে গ্রেফতার করে পটুয়াখালী আনা হচ্ছে এবং তাকে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত শুক্রবার (১৩ জুন) দুপুর একটার দিকে চারাবুনিয়া গ্রামে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। ঘটনার দিন আল-আমিনের বড় ভাই মানসিক ভারসাম্যহীন ছোট ভাইকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে ইউপি সদস্যের কাছ থেকে পরিচয়পত্র নিতে যান। এ সময় তাদের বাবা কর্মস্থলে ছিলেন। এই সুযোগে বাড়িতে একা থাকা সৎ মা ও শতবর্ষী দাদিকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে আল-আমিন।
নিহত সহিদা বেগম ছিলেন আল-আমিনের সৎ মা এবং কুলসুম বিবি তার দাদি। ঘটনার পর পরই আল-আমিন পালিয়ে যায়। তিনি ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই তাকে ধরতে অভিযান চালানো হচ্ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে আজ তাকে আটক করা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।










