ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশমিকাকে জাতীয় ক্রাশ বলা প্রচারের একটি কৌশল : মনোজ বাজপেয়ী ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-ফখরুলের শোক সৌদির ওপর দিয়ে দোহায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ গণমানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি মনোনয়ন প্রত্যাশী হাফেজ মোঃ মইনুদ্দিন Jubo Dal leader Liton leads Jubo Dal protest march in Patuakhali দুর্ঘটনায় আহতদের পাশে ঢাবি ছাত্রদল বিচার ব্যবস্থাকে দৌড়গোড়ায় নিয়ে যেতে ঐকমত্য তৈরি হয়েছে: ডা. তাহের জামিনে বের হওয়ার ৪ মাস পর ফের গ্রেফতার ‘টুন্ডা বাবু’ শেখ হাসিনা, কামাল ও মামুনের অভিযোগ গঠনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইমতিয়াজ আহমেদ রাসেল :ছাত্র আন্দোলনের সময় গত ১৯ শে জুলাই সাইনবোর্ড এলাকায় সরকার দলীয় অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নামে একজন নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুত্র অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম, ভিপি বাদল সহ ৮০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সেই সাথে অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার আবুল হোসেন মিজি বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিকশাযোগে সাইন বোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তায় অবস্থান করায় অটো থেকে নেমে পরেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ করেন। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় উপস্থিত সাংবাদিক মনির হোসেন, জুয়েল, আল আমিন, ইসলামসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো একটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক ওসি নূরে আযম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাইয়ের ১৯ তারিখ সাইনবোর্ডে আবুল হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন :

(১) শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পিতা-মৃতঃ শেখ মুজিবর রহমান, সাং-ঢাকা গনভবন,

(২) আনিছুল হক, সাবেক আইন ও বিচার মন্ত্রী,

(৩) আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা,

(৪) ওবায়দুল কাদের, সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী,

(৫) এ. কে. এম শামীম ওসমান, পিতা- মৃতঃ শামসুজ্জোহা, সাবেক সংসদ সদস্য

(৬) আজমেরী ওসমান, পিতা-মৃতঃ নাছিম ওসমান,

(৭) অয়ন ওসমান, পিতা- এ.কে.এম শামীম ওসমান,

(৮) আবুল হাসনাত সহিদ বাদল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ,

(৯) শাহ নিজাম, পিতা- মৃতঃ নুরুউদ্দিন, সাং-উত্তর চাষাড়া নারায়ণগঞ্জ,

(১০) জানে আলম বিপ্লব, যুবলীগ নেতা, পিতা- আঃ মান্নান, সাং- তল্লা, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(২০) তানভীর আহম্মেদ টিটু, পিতা- সাইফুদ্দিন আহম্মেদ, সাং- জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ,

(২১) কামরুল হাসান মুন্না, পিতা- মৃতঃ আমির হোসেন, সাং- ১১৭ নলুয়া রোড, নারায়ণগঞ্জ,

(২২) বান্টি, পিতা- হারুন শাহ ২নং রেল গেইট, নারায়ণগঞ্জ,

(২৩) আশ্রাফুল ইসলাম রাফেল, পিতা- কাদির প্রধান, সাং-পশ্চিম মাসদাইর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

(২৪) শাহ জালাল, পিতা- শের আলী মোস্তান, শেরে বাংলা রোড, মাসদাইর,

(২৫) মতিউর রহমান মতি, পিতা- মৃতঃ বাদশা মিয়া, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ,

(২৬) রুহুল আমিন, পিতা- হেলালউদ্দিন মোল্লা, সাং- ধনকুন্ডা, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ,

(২৭) ফজর আলী, পিতা-মৃতঃ আমির আলী, সাং-নতুন সৈয়দপুর গোগনগর, নারায়ণগঞ্জ,

(২৮) খান মাসুদ, পিতা- মৃতঃ ছামছুদ্দিন, খান, সাং- যানবাড়ী, বন্দর, নারায়ণগঞ্জ,

(২৯) মোঃ পাবেল, পিতা- মৃত মজিবর রহমান, সাং- দেওভোগ, নারায়ণগঞ্জ

(৩০) বিটু, পিতা- মৃতঃ হাবলু মিয়া, সাং- তামাকপাই শীতলক্ষা, নারায়নগঞ্জ,

(৩১) দেলোয়ার প্রধান, পিতা- হারেস আলী, সাং- ২নং মাধবপাশা, কলাগাছিয়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৩২) আব্দুস সালাম, পিতা- মোবারক ওরফে মোকরম আলী, সাং- কেওঢালা মননপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৩৩) কোরবান, পিতা- মেজবাহ উদ্দিন, সাং- মোল্লাবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৩৪) আলী রেজা উজ্জল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, পিতা- আলী আহম্মেদ চুনকা, সাং- পশ্চিম দেওভোগ,

(৩৫) সাইফুল্লাহ বাদল, চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ,

(৩৬) শওকত আলী চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৩৭) জাহাঙ্গীর আলম, পিতা- মৃতঃ আফসার আলী, সাং- গোপাল নগর, বক্তাবলী,

(৩৮) মোঃ শাহিন রাজু সভাপতি, পিতা- জয়নাল বেপারী, সাং- মুক্তারকান্দি, আলীরটেক ইউনিয়ন, থানা+জেলা-নারায়ণগঞ্জ,

(৩৯) আব্দুল জলিল, পিতা- মৃতঃ আবেদ আলী, সাং- নবী নগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪০) আলিম শেখ পিতা- মৃতঃ আব্দুল কাদির শেখ, সাং- নবীনগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪১) আজমত আলী, পিতা- কালু মেম্বার, সাং-কুতুবআইল, ফতুল্লা, নারায়ণগঞ্জ

(৪২) মোঃ রিফাত, পিতা- নবু হোসেন, সাং-বড়বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৩) মীর সোহেল, পিতা-মীর মোজাম্মেল আলী, সাং- ফতুল্লা চৌধুরীবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৪৪) শ্যামল, পিতা- মৃতঃ বাবুল মিয়া, সাং- বড় বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৫) অহিদুজ্জামান অহিল, পিতা- হানিফ ওরফে হানিফা, সাং- ক্ষুরহর ২৭নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৬) শুভ, পিতা- আমির মিয়া, সাং- তিনগাঁও, উত্তরপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৭) হিমেল যান হিমু, পিতা-আশাবাদ্দিন, সাং-খানবাড়ী, উইলসন রোড, ওয়ার্ড নং- ২২, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৮) এহসান উদ্দিন আহম্মেদ চেয়ারম্যান, বন্দর ইউনিয়ন পরিষদ, পিতা- মোসলেউদ্দিন, সাং- বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৯) ফয়সাল, পিতা- হোসেন, সাং-কাঁচপুর, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫০) নির্জর দাস, পিতা- শ্যামল দাস, সাং- দক্ষিন লক্ষনখোলা, বন্দর,

(৫১) টিপু সুলতান, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং- কায়েমপুর মটর বাড়ী, নারায়ণগঞ্জ,

(৫২) রামু সাহা, পিতা- মৃতঃ হরিপদ সাহা, নারায়নগঞ্জ হাউজিং সোসাইটি, নারায়ণগঞ্জ,

(৫৩) শুভ, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- ৩৫নং সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৪) মোঃ ছানি, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৫) ওসমান গনি, পিতা- মৃতঃ আব্দুর রহিম, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৫৬) মোঃ বিল্লাল হোসেন, পিতা- মৃতঃ হাফিজউদ্দিন, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ

(৫৭) মামুনুর রশিদ, পিতা- মৃতঃ শহিদুল্লাহ ম্যানেজার, সাং-পূর্ব কেওঢালা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৫৮) মমিনুল, পিতা- আঘাত, সাং- শাহী মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫৯) গোলাম সারোয়ার সবুজ, পিতা- মৃতঃ হোসেন, সাং- র‍্যালী বাগান, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬০) লাভলু, পিতা-সুরা প্রধান, সাং- নয়ানগর, কল্যান্দী, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬১) নিশান, পিতা- আতাউল্লাহ, সাং- মুছাপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬২) দুলাল প্রধান (সাবেক কাউন্সিলর), পিতা- আব্দুল বারেক, সাং- বন্দর কবরস্থান রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬৩) সৌরভ, পিতা- আমান সরদার, সাং- কবিলের মোড়, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৬৪) সুমন, পিতা-আব্দুল জালাল, সাং- ১৪৮/৩ থকেন্দ্রচন্দ্র রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ,

(৬৫) জনি, পিতা- দেলোয়ার, সাং- পূর্ব ইসদাইর, বুড়ির দোকান, তাকওয়া, ফতুল্লা,

দোকান, তাকওয়া, ফতুল্লা,

(৬৬) সনি, পিতা- অজ্ঞাত, সাং-নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ,

(৬৭) মোঃ শামীম, পিতা- মৃতঃ শামসুল হক, সাং- পাইকপাড়া, নয়াপাড়া, নারায়ণগঞ্জ,

(৬৮) রুবেল, পিতা- বিল্লাল হোসেন, সাং- জিমখানা, নারায়নগঞ্জ,

(৬৯) সোহেল, পিতা- মহসিন, সাং- পশ্চিম মাসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৭০) হৃদয়, পিতা- আলতাফ মার্টার, সাং- সৈয়ালবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৭১) বাবুল প্রধান পিতা- মনোহর, সাং-মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭২) খবির প্রধান, পিতা- আবুল হোসেন প্রধান, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭৩) মনোয়ার হোসেন, পিতা- মৃতঃ শিহাব উদ্দিন, সাং- বাক সরাইল, মুছাপুর, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৭৪) ড্রেজার রাজু পিতা- শাহ আলম, সাং- চিনারদি, থানা- বন্দর, জেলা-নারায়নগঞ্জ,

(৭৫) মিয়া বাবু (শফিউল্লা), পিতা- মৃতঃ ফারুক মিয়া, উইলসন রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৬) সানাউল্লা, পিতা- আলাউদ্দিন, সোনাকান্দা, নোয়াদ্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৭) মোঃ লিটন, পিতা- রিয়াজুল হক, সাং- নয়াগাঁও, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৭৮) আনোয়ার হোসেন আনু, পিতা- মৃতঃ আব্দুল মালেক মেম্বার, সাং- সোনাচড়া, বন্দর, নারায়নগঞ্জ,

(৭৯) নয়ন, পিতা-মোজাম্মেল হক, সাং- সোনাচরা, বন্দর, নারায়ণগঞ্জ,

(৮০) শাহাদাৎ, পিতা- মৃতঃ শাহাবুদ্দিন, সাং-ফরাজীকান্দা, বন্দর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা মামলা

আপডেট সময় : ০১:০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

ইমতিয়াজ আহমেদ রাসেল :ছাত্র আন্দোলনের সময় গত ১৯ শে জুলাই সাইনবোর্ড এলাকায় সরকার দলীয় অস্ত্রধারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নামে একজন নিহত হওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) নিহতের মা শাহিদা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পুত্র অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম, ভিপি বাদল সহ ৮০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। সেই সাথে অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই শুক্রবার আবুল হোসেন মিজি বাসের ড্রাইভিং করার জন্য ঢাকার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়ে অটোরিকশাযোগে সাইন বোর্ড আসেন। এ সময় ছাত্র-জনতার রাস্তায় অবস্থান করায় অটো থেকে নেমে পরেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা সাইনবোর্ডে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলন পন্ড করতে গুলিবর্ষণ করেন। শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান তার হাতে থাকা অস্ত্র দিয়ে গুলি করলে আবুল হোসেন মিজির পেটে গুলিবিদ্ধ হয়। এ সময় উপস্থিত সাংবাদিক মনির হোসেন, জুয়েল, আল আমিন, ইসলামসহ কয়েকজন মিলে তাকে উদ্ধার করে প্রো একটিভ মেডিকেলে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক ওসি নূরে আযম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাইয়ের ১৯ তারিখ সাইনবোর্ডে আবুল হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন :

(১) শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পিতা-মৃতঃ শেখ মুজিবর রহমান, সাং-ঢাকা গনভবন,

(২) আনিছুল হক, সাবেক আইন ও বিচার মন্ত্রী,

(৩) আসাদুজ্জামান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা,

(৪) ওবায়দুল কাদের, সাবেক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী,

(৫) এ. কে. এম শামীম ওসমান, পিতা- মৃতঃ শামসুজ্জোহা, সাবেক সংসদ সদস্য

(৬) আজমেরী ওসমান, পিতা-মৃতঃ নাছিম ওসমান,

(৭) অয়ন ওসমান, পিতা- এ.কে.এম শামীম ওসমান,

(৮) আবুল হাসনাত সহিদ বাদল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ,

(৯) শাহ নিজাম, পিতা- মৃতঃ নুরুউদ্দিন, সাং-উত্তর চাষাড়া নারায়ণগঞ্জ,

(১০) জানে আলম বিপ্লব, যুবলীগ নেতা, পিতা- আঃ মান্নান, সাং- তল্লা, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(২০) তানভীর আহম্মেদ টিটু, পিতা- সাইফুদ্দিন আহম্মেদ, সাং- জামতলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ,

(২১) কামরুল হাসান মুন্না, পিতা- মৃতঃ আমির হোসেন, সাং- ১১৭ নলুয়া রোড, নারায়ণগঞ্জ,

(২২) বান্টি, পিতা- হারুন শাহ ২নং রেল গেইট, নারায়ণগঞ্জ,

(২৩) আশ্রাফুল ইসলাম রাফেল, পিতা- কাদির প্রধান, সাং-পশ্চিম মাসদাইর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

(২৪) শাহ জালাল, পিতা- শের আলী মোস্তান, শেরে বাংলা রোড, মাসদাইর,

(২৫) মতিউর রহমান মতি, পিতা- মৃতঃ বাদশা মিয়া, সাং- সুমিলপাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ,

(২৬) রুহুল আমিন, পিতা- হেলালউদ্দিন মোল্লা, সাং- ধনকুন্ডা, গোদনাইল, সিদ্ধিরগঞ্জ,

(২৭) ফজর আলী, পিতা-মৃতঃ আমির আলী, সাং-নতুন সৈয়দপুর গোগনগর, নারায়ণগঞ্জ,

(২৮) খান মাসুদ, পিতা- মৃতঃ ছামছুদ্দিন, খান, সাং- যানবাড়ী, বন্দর, নারায়ণগঞ্জ,

(২৯) মোঃ পাবেল, পিতা- মৃত মজিবর রহমান, সাং- দেওভোগ, নারায়ণগঞ্জ

(৩০) বিটু, পিতা- মৃতঃ হাবলু মিয়া, সাং- তামাকপাই শীতলক্ষা, নারায়নগঞ্জ,

(৩১) দেলোয়ার প্রধান, পিতা- হারেস আলী, সাং- ২নং মাধবপাশা, কলাগাছিয়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৩২) আব্দুস সালাম, পিতা- মোবারক ওরফে মোকরম আলী, সাং- কেওঢালা মননপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৩৩) কোরবান, পিতা- মেজবাহ উদ্দিন, সাং- মোল্লাবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৩৪) আলী রেজা উজ্জল, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ, পিতা- আলী আহম্মেদ চুনকা, সাং- পশ্চিম দেওভোগ,

(৩৫) সাইফুল্লাহ বাদল, চেয়ারম্যান কাশিপুর ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ,

(৩৬) শওকত আলী চেয়ারম্যান বক্তাবলী ইউনিয়ন পরিষদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৩৭) জাহাঙ্গীর আলম, পিতা- মৃতঃ আফসার আলী, সাং- গোপাল নগর, বক্তাবলী,

(৩৮) মোঃ শাহিন রাজু সভাপতি, পিতা- জয়নাল বেপারী, সাং- মুক্তারকান্দি, আলীরটেক ইউনিয়ন, থানা+জেলা-নারায়ণগঞ্জ,

(৩৯) আব্দুল জলিল, পিতা- মৃতঃ আবেদ আলী, সাং- নবী নগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪০) আলিম শেখ পিতা- মৃতঃ আব্দুল কাদির শেখ, সাং- নবীনগর, এনায়েত নগর, নারায়ণগঞ্জ,

(৪১) আজমত আলী, পিতা- কালু মেম্বার, সাং-কুতুবআইল, ফতুল্লা, নারায়ণগঞ্জ

(৪২) মোঃ রিফাত, পিতা- নবু হোসেন, সাং-বড়বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৩) মীর সোহেল, পিতা-মীর মোজাম্মেল আলী, সাং- ফতুল্লা চৌধুরীবাড়ী, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৪৪) শ্যামল, পিতা- মৃতঃ বাবুল মিয়া, সাং- বড় বাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৪৫) অহিদুজ্জামান অহিল, পিতা- হানিফ ওরফে হানিফা, সাং- ক্ষুরহর ২৭নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৬) শুভ, পিতা- আমির মিয়া, সাং- তিনগাঁও, উত্তরপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৭) হিমেল যান হিমু, পিতা-আশাবাদ্দিন, সাং-খানবাড়ী, উইলসন রোড, ওয়ার্ড নং- ২২, বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৮) এহসান উদ্দিন আহম্মেদ চেয়ারম্যান, বন্দর ইউনিয়ন পরিষদ, পিতা- মোসলেউদ্দিন, সাং- বন্দর, নারায়ণগঞ্জ,

(৪৯) ফয়সাল, পিতা- হোসেন, সাং-কাঁচপুর, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫০) নির্জর দাস, পিতা- শ্যামল দাস, সাং- দক্ষিন লক্ষনখোলা, বন্দর,

(৫১) টিপু সুলতান, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ, পিতা- অজ্ঞাত, সাং- কায়েমপুর মটর বাড়ী, নারায়ণগঞ্জ,

(৫২) রামু সাহা, পিতা- মৃতঃ হরিপদ সাহা, নারায়নগঞ্জ হাউজিং সোসাইটি, নারায়ণগঞ্জ,

(৫৩) শুভ, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- ৩৫নং সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৪) মোঃ ছানি, ছাত্রলীগ নেতা, পিতা- অজ্ঞাত, সাং- সিরাজদৌলা রোড, নারায়ণগঞ্জ,

(৫৫) ওসমান গনি, পিতা- মৃতঃ আব্দুর রহিম, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৫৬) মোঃ বিল্লাল হোসেন, পিতা- মৃতঃ হাফিজউদ্দিন, সাং- মারবদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ

(৫৭) মামুনুর রশিদ, পিতা- মৃতঃ শহিদুল্লাহ ম্যানেজার, সাং-পূর্ব কেওঢালা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৫৮) মমিনুল, পিতা- আঘাত, সাং- শাহী মসজিদ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৫৯) গোলাম সারোয়ার সবুজ, পিতা- মৃতঃ হোসেন, সাং- র‍্যালী বাগান, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬০) লাভলু, পিতা-সুরা প্রধান, সাং- নয়ানগর, কল্যান্দী, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৬১) নিশান, পিতা- আতাউল্লাহ, সাং- মুছাপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬২) দুলাল প্রধান (সাবেক কাউন্সিলর), পিতা- আব্দুল বারেক, সাং- বন্দর কবরস্থান রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৬৩) সৌরভ, পিতা- আমান সরদার, সাং- কবিলের মোড়, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ,

(৬৪) সুমন, পিতা-আব্দুল জালাল, সাং- ১৪৮/৩ থকেন্দ্রচন্দ্র রোড, গলাচিপা, নারায়ণগঞ্জ,

(৬৫) জনি, পিতা- দেলোয়ার, সাং- পূর্ব ইসদাইর, বুড়ির দোকান, তাকওয়া, ফতুল্লা,

দোকান, তাকওয়া, ফতুল্লা,

(৬৬) সনি, পিতা- অজ্ঞাত, সাং-নবীগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ,

(৬৭) মোঃ শামীম, পিতা- মৃতঃ শামসুল হক, সাং- পাইকপাড়া, নয়াপাড়া, নারায়ণগঞ্জ,

(৬৮) রুবেল, পিতা- বিল্লাল হোসেন, সাং- জিমখানা, নারায়নগঞ্জ,

(৬৯) সোহেল, পিতা- মহসিন, সাং- পশ্চিম মাসদাইর, ফতুল্লা, নারায়ণগঞ্জ,

(৭০) হৃদয়, পিতা- আলতাফ মার্টার, সাং- সৈয়ালবাড়ী, আমলাপাড়া, নারায়ণগঞ্জ,

(৭১) বাবুল প্রধান পিতা- মনোহর, সাং-মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭২) খবির প্রধান, পিতা- আবুল হোসেন প্রধান, সাং- মিজমিজি, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ,

(৭৩) মনোয়ার হোসেন, পিতা- মৃতঃ শিহাব উদ্দিন, সাং- বাক সরাইল, মুছাপুর, থানা- বন্দর, জেলা-নারায়ণগঞ্জ,

(৭৪) ড্রেজার রাজু পিতা- শাহ আলম, সাং- চিনারদি, থানা- বন্দর, জেলা-নারায়নগঞ্জ,

(৭৫) মিয়া বাবু (শফিউল্লা), পিতা- মৃতঃ ফারুক মিয়া, উইলসন রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৬) সানাউল্লা, পিতা- আলাউদ্দিন, সোনাকান্দা, নোয়াদ্দা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ,

(৭৭) মোঃ লিটন, পিতা- রিয়াজুল হক, সাং- নয়াগাঁও, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

(৭৮) আনোয়ার হোসেন আনু, পিতা- মৃতঃ আব্দুল মালেক মেম্বার, সাং- সোনাচড়া, বন্দর, নারায়নগঞ্জ,

(৭৯) নয়ন, পিতা-মোজাম্মেল হক, সাং- সোনাচরা, বন্দর, নারায়ণগঞ্জ,

(৮০) শাহাদাৎ, পিতা- মৃতঃ শাহাবুদ্দিন, সাং-ফরাজীকান্দা, বন্দর